বিজয়নগর ( ব্রাক্ষণবাড়িয়া) সংবাদদাতাঃ বিজয়নগরে ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করার দায়ে ২ মাটি ব্যবসায়ীকে কারদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ শনিবার সন্ধ্যায় পৃথকস্থানে অভিযান চালিয়ে ২ জনকে কারাদণ্ড প্রদান করা হয়।এসময় মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ৩টি এক্সকাভেটর ভেকো মেশিনের ৬ টি বেটারি জব্দ করা হয়। আজ শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান খান শাওন উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ এলাকায় ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করার সময় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে মাটি বিক্রেতা সুহেল মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং চর ইসলামপুর ইউনিয়নের রাজাবাড়ি এলাকায় একই অপরাধে সাচ্ছু মিয়াকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট মেহেদী হাসান খান শাওন বলেন,অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে সুহেল মিয়া ও সাচ্ছু মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুসারে উভয়কেই ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে এবং ৬ টি বেটারি জব্দ করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।