শিরোনাম :
সানরাইজ স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত কোরবানীর ঈদকে সামনে রেখে মহিয লালন পালন করে বিক্রির জন্য প্রস্তুত শিবপুরের এক খামারি  আশুগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নবীনগরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত নবীনগর পৌর এলাকার আলমনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরনী নবীনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নবীনগরে সংঘাত রুখতে দেশীয় অস্ত্র টেটা-বল্লম উদ্ধার ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগরে যুবকের লাশ উদ্ধার আটোয়ারীতে এক ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা কর্মবীর’ খ্যাত প্রকৌশলী বিপুল বণিকের বিরুদ্ধে দুদকে একটি অভিযোগ দাখিল ও প্রাসঙ্গিক দুটি কথা—–!!!
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ন

বিখ্যাত ৪ সম্রাজ্ঞী

প্রতিনিধির নাম / ১৩২ বার
আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

গত সহস্রাব্দে ইংল্যান্ড ও যুক্তরাজ্যের ৮ জন সম্রাজ্ঞী মোট ২০০ বছরের বেশি শাসন করেছেন। এর মধ্যে ৪ জন সম্রাজ্ঞীর মোট ১৭টি সন্তান ছিল, বাকি ৪ জন সম্রাজ্ঞী ছিলেন সন্তানহীন এবং কোন উত্তরাধিকারী রেখে যাননি
আজকের পোস্ট এদের মধ্যকার বিখ্যাত ৪ জন সম্রাজ্ঞী প্রসঙ্গে
১. প্রথম মেরি: (ইংল্যান্ডের প্রথম সম্রাজ্ঞী)
২. প্রথম এলিজাবেথ (শ্রেষ্ট সম্রাজ্ঞী)
৩. ভিক্টোরিয়া (সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী সম্রাজ্ঞী)
8. দ্বিতীয় এলিজাবেথ (সবচেয়ে দীর্ঘকাল শাসনকারী সম্রাজ্ঞী)
~~~~~~~~~~~~~~~~~
১| প্রথম মেরিঃ
(ইংল্যান্ডের প্রথম সম্রাজ্ঞী)
শাসনকাল ১৫৫৩-১৫৫৮
তিনি মেরি টিউডর বা ব্লাডি মেরি নামেও পরিচিত। প্রোটেস্ট্যান্টদের নিপীড়নের কারণে তিনি বেশি আলোচিত। ২৮০ জন প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বীদের তিনি পুড়িয়ে হত্যা করেছিলেন বিধায় প্রোটেস্ট্যান্ট প্রতিদ্বন্দ্বীরা নিন্দার্থে তাকে নামকরণ করেছিল “ব্লাডি মেরি”। মেরির মৃত্যুর পর তার বোনের মেয়ে প্রথম এলিজাবেথ সিংহাসনে অভিষিক্ত হন
~~~~~~~~~~~~~~~~~
২| প্রথম এলিজাবেথঃ
(ইংল্যান্ডের শ্রেষ্ঠ সম্রাজ্ঞী)
শাসনকাল ১৫৫৮-১৬০৩
প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের ইতিহাসে একজন শ্রেষ্ঠ শাসক। ১৬০৩ সালে প্রথম এলিজাবেথ যখন মারা যান তখন সবদিক বিবেচনায় ইংল্যান্ড একটি বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়েছিল তাই তাকে ইংল্যান্ডের শ্রেষ্ঠ সম্রাজ্ঞী বলা হয়
~~~~~~~~~~~~~~~~~
৩| ভিক্টোরিয়াঃ
(ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী সম্রাজ্ঞী)
শাসনকাল ১৮৩৭-১৯০১, ৬৩ বছর
ভিক্টোরিয়ার শাসনকালে যুক্তরাজ্যে শিল্পবিপ্লব,অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাম্রাজ্যের আয়তন সর্বোচ্চ পর্যায়ে উন্নিত হয়। রাণী ভিক্টোরিয়ার শাসনকালে ব্রিটিশ সাম্রাজ্য পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় এবং বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না
~~~~~~~~~~~~~~~~~
8. দ্বিতীয় এলিজাবেথ
(ইংল্যান্ডের সবচেয়ে দীর্ঘকাল শাসনকারী সম্রাজ্ঞী)
শাসনকাল ১৯৫২-২০২২, ৭০ বছর
দ্বিতীয় এলিজাবেথ পৃথিবীর ইতিহাসে দীর্ঘকাল রাজত্বকারী শাসকদের মধ্যে ২য় এবং ইংল্যান্ডের ইতিহাসে ১ম। তিনি মোট ৭০ বছর ২১৪ দিন সিংহাসনে ছিলেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। এলিজাবেথের মৃত্যুর পর তার ৪ সন্তানের মধ্যে চার্লস ফিলিপ আর্থার জর্জ (তৃতীয় চার্লস) সিংহাসনে স্থলাভিষিক্ত হয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ