Home / তিতাসের খবর / পশ্চিম মজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দক্ষিণের মজিদপুর খালের ব্রিজটি সংস্কারের প্রয়োজন।
পশ্চিম মজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দক্ষিণের মজিদপুর খালের ব্রিজ

পশ্চিম মজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দক্ষিণের মজিদপুর খালের ব্রিজটি সংস্কারের প্রয়োজন।

(মোহাম্মদ শাহজাহান মাস্টার): তিতাস উপজেলার মজিদপুর গ্রামের এই ব্রিজটি সত্তরের দশকে নির্মিত। সুদীর্ঘ তিরিশ বছরে সংস্কারের ছোঁয়া লাগেনি। এই ব্রিজটি পার হয়ে শত শত কোমলমতি শিশুরা পশ্চিম মজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় এবং শাহাবৃদ্ধি, মোহানপুর,কাকিয়াখালি এবং বালুয়াকান্দির লোকজনের যাতায়তেও এই ব্রিজ ব্যবহার হয় ।যে কোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।তাই অতি সত্বর ব্রিজটি পুন:মেরামত করা প্রয়োজন। এলাকাবাসী উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টির আর্কষন করছে।

Check Also

আজ তিতাস উপজেলায় ৪৮ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন খেলাধূলার ফাইনাল প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – হোমনা-তিতাসের গণ মানুষের নেতা ও মাননীয় জাতীয় সংসদ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *