
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভাধীন ১নং ওয়ার্ডের আলমনগর গ্রামে ৮১ লক্ষ টাকার ড্রেন ও রাস্তার উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করলেন নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস।
আজ রবিবার বিকেলে সরজমিনে গিয়ে আলমনগর গ্রামের দির্ঘ দিনের অবহেলিত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা শুভ উদ্বোধন করেন মেয়র শিব শংকর দাস।
উক্ত উদ্বোধনে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি আলমনগর গ্রামের কৃতি সন্তান শাহ জালাল উদ্দিন আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও অনলাইন ভিত্তি সামাজিক সংগঠন নোয়াফ সভাপতি মো. শফিকুল ইসলাম, উক্ত ওয়ার্ডের কাউন্সিলর মো. আবু হানিফ,
১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর নিলুফা ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী জি এম আরিফ সারোয়ার বাতেন,
আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, নূরে আলম,অমর ফারুক, শফিকুল ইসলাম সহ
সংশ্লিষ্ট নবীনগর পৌরসভার কর্মকর্তবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উক্ত এলাকার সুধী সমাজের নেতৃবৃন্দ।