ব্রাহ্মাণবাড়িয়া নবীনগর উপজেলা নাটঘর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের উপ নির্বাচন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অবাধ সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে।
বুধাবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহন হয়েছে।
অত্র ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭১৯ জন।মামুনুল ইসলাম সুমন মোড়গ প্রতিকে পেয়েছে ৭৬৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মাওলা টিপু পেয়েছেন ৪৭৭ ভোট।
ভোটকেন্দ্রের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছে।
নির্বাচন শেষে প্রিজাইডিং অফিস্যার ফলাফল ঘোষণা করেন।
ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন,নির্বাচন সুষ্ঠু করার জন্য আমরা কঠোর নিরাপত্তায় ছিলাম।জনগন আমাদের সহযোগিতা করেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান,নাটঘর ৭নং ওয়ার্ডের উপনির্বাচনে আমাদের প্রশাসন শক্তভাবে ভোট কেন্দ্র সহ তৎসংলগ্ন এলাকায় নিরাপত্তার দায়িত্বে ছিল।সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।সকাল থেকে ভোটাররা উৎসব মূখর পরিবেশে ভোট দিয়েছে।
সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশাররফ হোসেন বলেন,এই ওয়ার্ডের সাধারণ সদস্য মৃত্যুর কারণে নির্বিচন হয়েছে।সকাল থেকে বিকাল পর্যন্ত অবাধ ও সুষ্ঠু ভাবে নির্বাচন অনুষ্টিত হয়েছে।ভোটাররা উৎসব মূখর পরিবেশে ভোট দেওয়ায় তাদের কে ধন্যবাদ জানাচ্ছি।