নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় শারদীয় দুর্গপূজা-২০২২ উদযাপন উপলক্ষে নবীনগর থানা পুলিশের আয়োজনে আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর থানা প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুদ্দিন আনোয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত কুমার ভদ্র, সাধারণ সম্পাদক অ্যাড. বিনয় চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সাংগঠনিক সম্পাদক মানিক বিশ্বাস, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য প্রদান করেন।
সভায় উপজেলার ১৩৪টি পূজামণ্ডপে অনুষ্ঠিতব্য শারদীয় দুর্গাপূজায় প্রত্যেক পূজামন্ডপ সিসি ক্যামেরার আওতাধীন থাকবে। নজরদারি বৃদ্ধিতে আইনশৃঙ্খলা বাহিনীর নিচ্ছিদ্র নজর থাকবে।