মোঃ কবির হোসেন,নবীনগর থেকেঃ
কমিউনিটি পুলিশিং ডে -২০২২ এর নবীনগর উপজেলার শ্রেষ্ঠ পুলিশিং সদস্য হলেন মোঃ নুরে আলম কোহিনূর মেম্বার।
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র’ শ্লোগানে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়াতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন উপজেলার নির্বাচিত শেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
নবীনগর উপজেলা থেকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য সম্মাননা গ্রহন করেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য ও নবীনগর উপজেলা কমিউনিটি পুলিশং কমিটির সদস্য মোঃ নুরে আলম কোহিনূর।
উল্লেখ্য যে, নুরে আলম কোহিনূর টানা দ্বিতীয়বারের মত কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কাজে তিনি সর্বদায় নিজেকে নিয়োজিত রেখে বাল্য বিবাহ্, ইভটিজিং, সন্ত্রাস ও সামাজিক অসংগতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন।