সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌর মেয়র অ্যাড. শিব শংকর দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক , মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন, আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান সোহেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত ভদ্র, সাধারণ সম্পাদক অ্যাড. বিনয় চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান মুফতি আমজাদ হোসেন আশরাফী সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য প্রদান করেন।
সভায় উপজেলার ১৩৪টি পূজামণ্ডপে অনুষ্ঠিতব্য শারদীয় দুর্গাপূজায় প্রত্যেক পূজামন্ডপ সিসি ক্যামেরার আওতাধীন থাকবে। নজরদারি বৃদ্ধিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাখতে হবে মণ্ডপের নিজস্ব সেচ্ছাসেবক। পূজামণ্ডপে মাদক সেবন নিষেধ, মাগরিবের নামাজের পূর্বেই দশমীর দিন প্রতিমা বিসর্জ্জন করতে হবে। মণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন।