তিতাস নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামে জসিম মিস্ত্রির বাড়িতে রাতের আঁধারে পূর্ব শত্রুতার জেরে নিরীহ পরিবারের উপর হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন আহত হয়। আহতদের আশংখা জনক অবস্থায় নবীনগর সরকারী হাসপাতালে ভর্তী করা হয়।
এঘটনায় জসিম মিস্ত্রির ছেলে মো: শরীফ মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন ।
মামলা সুত্রে জানাযায়,গেলো রবিবার রাত ১০ টার দিকে প্রতিপক্ষের সন্ত্রাসী মোঃ আনোয়ারুল,দ্বীন ইসলাম,সাগর,নূর মোহাম্মদ,সামিরুল, আমান, নজু মিয়া, ফয়সাল, ইমন,কামাল,হানিফ, আকাশ, শাকিল, জুয়েল গং সহ আরো অজ্ঞাস ৫/৬ জন রামদা, ছুরি, চাপাতি, লোহার রড, লাঠিসহ দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে শরিফ মিয়ার বসতবাড়িতে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। গেটের তালা ভেঙে সন্ত্রাসীরা স্বর্ণালংকার নগর টাকা পয়সা নিয়ে যায়।
প্রতিপক্ষের হামলার স্বীকার হয়ে মামলা দায়ের হলেও চরম নিরাপত্তা হীনতায় ভুগছে পরিবারটি ।