
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি কিন্ডারগার্ডেন স্কুলের পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে মরহুম ফজলুর রহমান স্মৃতি শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় আলমনগর দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সংগঠন ভাটা নদীর বাঁকে সমাজ কল্যান সংঘের উদ্যোগে এই শিক্ষাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষাবৃত্তি পরিক্ষা উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, উক্ত সংগঠনের সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মফিজুল ইসলাম, নূরে আলম, জামাল হোসেন সহ শিক্ষক,সাংবাদিক ও অত্রএলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
মরহুম ফজলুর রহমান মহুরী স্মৃতি শিক্ষাবৃত্তি পরিক্ষায় আগত শিক্ষক ও অভিভাবকরা বলেন, পরীক্ষা অতন্ত অবাদ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীরা সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা দিয়েছে। সামনের বছর আরো বড় পরিসরে এই শিক্ষাবৃত্তি পরিক্ষার আয়োজন করবেন বলে আশা করি।