
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৮ বোতল ফেন্সিডিল ও ৩৯ বোতল বিদেশী মদ সহ খোকন মিয়া(৬২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকালের নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রাম থেকে তাকে আটক করা হয়।
নবীনগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাধীন ভোলাচং এলাকায় অভিযান পরিচালনা করে ভোলাচং মধ্যপাড়া সাকিনস্থ খোকন মিয়ার বাড়ির সামনে হইতে ১৮ বোতল ফেন্সিডিল ও ৩৯ বোতল বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী খোকন মিয়া (৬২) কে গ্রেপ্তার করা হয়।
জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য হবে প্রায় লক্ষাধিক টাকা।
নবীনগর থানার ওসি মো. সাইফ উদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
আমাদের নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা সময় এই মাদক সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।