তিতাস নিউজ ডেস্কঃ
অবৈধভাবে ফসলি জমি নষ্ট করে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে ৫টি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার সাতমোড়া ইউনিয়নে মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে ড্রেজার দিয়ে ফসলি জমিতে মাটি কাটার অপরাধে ৫ টি ড্রেজার মেশিন, ৫ টি পাম্প ও পাইপ জব্দ করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের নেতৃত্বে এই অভিযান সম্পন্ন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক বলেন
,অপরিকল্পিতভাবে ও অনুমোদন না নিয়ে বালুও মাটি উত্তোলনের অভিযোগে বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে ৫ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রটি ব্যবহৃত সরঞ্জামাদি রেখে পালিয়ে যায়। পরে জব্দকৃত মেশিন গুলো এনে উপজেলা প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে।