
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচনাসভা,কেক কাটা ও ফুলেল শুভেচ্ছাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টিভি’র ১৩ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
নবীনগর মোহনা টিভির দর্শক ফোরামের আয়োজনে আজ শুক্রবার বিকেলে নবীনগর গণ-গ্রন্থাগারে নবীনগর মোহনা টিভির দর্শক ফোরামের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোর্শেদুর ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. একরামুল সিদ্দিক, উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ইমাউল হক সরকার টিটু, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, প্রেস ক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল প্রমুখ।
আলোচনাসভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন,মোহনা টিভির নবীনগর প্রতিনিধি সাইদুল আলম সোহরাফ ।
এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক, প্রশাসনিক, সাংবাদিক মহলসহ সুশীল সমাজের লোকজন অংশগ্রহণ করেন।
আলোচনাসভা শেষে অতিথিরা কেক কেটে জন্মবার্ষিকীতে মোহনা টিভির দীর্ঘ সাফল্য কামনা করে বস্তু নিষ্ট সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।
পাশাপাশি অতিথিরা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন এবং আগামীতে অবহেলিত এই জনপদের খবরাখবর আরো গুরুত্বসহ মোহনা টিভিতে সম্প্রচার করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল।