তিতাস নিউজ ডেস্কঃ
“নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করবো,শুদ্ধ তথ্য ভান্ডার গড়বো”
এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নবীনগর উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস।
বৃহস্পতিবার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা শেষে এই দিবসটি পালিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ একরামুল সিদ্দিকী এর সভাপতিত্বে সামাজিক রাজনৈতিক পেশাজীবী সাংবাদিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।
বক্তারা নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন জটিলতা অনিয়ম ও দুর্নীতি নিয়ে বক্তব্য রাখেন।
এবং এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন।
পরে সভাপতির বক্তব্যে ইউএনও একরামুল সিদ্দিক বলেন,সরকারের নির্দেশে উপেক্ষা করে যদি কোন ফি বেশি নেওয়া হয় তবে আপনারা সরাসরি আমাকে জানাবেন।
আমি তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা গ্রহণ করবো।
পাশাপাশি তিনি নবীনগরে সর্বস্তরের মানুষের নিকট আহবান জানান,শিশু জন্ম নেওয়ার পর পরই টিকা দেয়া,সেই টিকা কার্ড অনুযায়ী জন্মনিবন্ধন সম্পন্ন করা,সেই মোতাবেক স্কুলে ভর্তি করানো এবং সেই অনুযায়ী সার্টিফিকেট তৈরি করতে সচেতন থাকতে।
নির্ভুল তথ্য নিশ্চিত করতে এর কোন বিকল্প নেই বলেও জানান তিনি।