নিজস্ব প্রতিনিতি(মো. আলী আশরাফ খা
গৌরীপুর দাউদকান্দি, কুমিল্লা):
কুমিল্লার দাউদকান্দির হাসানপুরে অবস্থিত প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য তৈরি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ২১ আগস্ট শুক্রবার ভোরে প্রতিবন্ধী এক কিশোরীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে হাসানপুর প্রতিবন্ধী ভবনের ৩য় তলা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত প্রতিবন্ধী কিশোরীর নাম রুনু আক্তার (১৮)। চলতি বছরের ৬ মার্চ ঢাকা গাজীপুর আদালত থেকে রুনু আক্তারকে এ কেন্দ্রে হস্তান্তর কর্তৃপক্ষ।
উক্ত প্রশিক্ষণ কেন্দ্রের কর্তাব্যক্তিরা জানান, ‘২১ আগস্ট শুক্রবার ভোরে অন্যান্য প্রতিবন্ধী মেয়েরা ঘুম থেকে ওঠে দেখে, রুনু আক্তার গলায় ওড়না পেঁচিয়ে বৈদ্যুতিক পাখার সাথে ঝুলে আছে। এ সংবাদ পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসেন’। প্রতিবন্ধি কেন্দ্রের দায়িত্বে থাকা (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ জানান, ‘রুনু আক্তার গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা বলা যাচ্ছে না’। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘প্রতিবন্ধী মেয়েটি আত্মহত্যা করেছে। যদি তার মূত্যুতে রহস্যজনক কোন কিছু থেকে থাকে তা আইন-শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবে’। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে’। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।