নিজস্ব প্রতিনিধি॥
দাউদকান্দির মেধাবী ছাত্রী আফরোজা তুহিন ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ৭০.৭৫ পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পেয়েছে। আফরোজা তুহিন দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের মাইথারকান্দি গ্রামের আবু তাহের মোল্লা ও বেগম সালেহা তাহের-এর সুযোগ্য কন্যা।
তুহিন গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় হতে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ ও ঢাকা মতিজিল আইডিয়াল কলেজ হতে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। উল্লেখ্য যে, সে উপজেলার গৌরীপুরের আনন্দ মাল্টিমিডিয়া স্কুল হতে পিএসসি ও জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। তুহিন সকলের কাছে দোয়া চায়, যেন সে মানুষের সেবায় নিজেকে উৎস্বর্গ করতে পারে।
