নিজস্ব প্রতিনিধি॥
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দাউদকান্দি প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কুমিল্লার কাগজ দাউদকান্দি প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেলে গৌরীপুর-হোমনা সড়কের পেন্নাই এলাকায় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিক্্রা পিছন থেকে সাংবাদিক আলমগীর হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটে পড়েন। এসময় তিনি হাত-পা ও কোমরে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। প্রথমে স্থানীয় একটি বেসরকারির হাসপাতালে এবং পরে দাউদকান্দি থানা স্বাস্থ্য কমপ্লেক্স (গৌরীপুর হাসপাতাল)-এ তাকে চিকিৎসা দেয়া হয়।
এদিকে আলমগীর হোসেনের আহত সংবাদ শোনে তাকে দেখতে আসেন, গৌরীপুর দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া, হোমনা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু ফয়সাল, দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম, গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মোঃ আসাদুজ্জামান আসাদ, এএসআই মোঃ ফিরোজসহ স্থানীয় রাজনীতিক ব্যক্তিবর্গ।
মো. আলী আশরাফ খান
গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা।
তারিখ: ০৬.১০. ১৫