আজ ২০ জুলাই ১৭ ইং বৃহস্পতিবার বিকালে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি প্রার্থী মোঃ মাহবুব আলম সুবজকে গুলি করেছে দুবৃর্ত্তরা। রায়পুর স্কুল মাঠে ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঞ্চে তাকে গুলি করে পালিয়ে যায় দুৃবৃর্ত্তরা। এসময় স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গুলিবিদ্ধ মাহবুব আলম সবুজকে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়। ঘটনাস্থলে ব্যাপক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
- সুত্রঃ সাংবাদিক আলমগীর হোসেন।