Home / দাউদকান্দির খবর / দাউদকান্দিতে নিসচা-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল

দাউদকান্দিতে নিসচা-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি॥ দাউদকান্দিতে ৯ জুলাই বুধবার নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখার উদ্যোগে দাউদকান্দি প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি সাংবাদিক লিটন সরকার বাদলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, রোটারী ক্লাব অব দাউদকান্দি’র সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ও কলামিস্ট মো.আলী আশরাফ খান, দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম, ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ মামুন আহমেদ। এসময় স্থানীয় প্রশাসন, সাংবাদিক, রাজনৈতিক ও পরিবহন নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক সাংবাদিক মোঃ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,‘ ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং আইনের কঠোর প্রয়োগ ব্যতীত নিরাপদ সড়ক নিশ্চিত করা আদৌ সম্ভব নয়।’ তারা আরো বলেন,‘ এব্যাপারে সরকারের পাশাপাশি সমাজ সচেতনদেরও ভূমিকা অত্যাবশ্যক।’

মো.আলী আশরাফ খান
গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা।
তারিখ:০৯.০৭.১৫

Check Also

কুমিল্লার গৌরীপুর “রংধনু হসপিটালে” সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু

আজ ২৭ আগষ্ট ১৮ ইং সোমবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর “রংধনু হসপিটাল” এ সিজারিয়ান অপারেশনে এক ...