নিজস্ব প্রতিনিধি॥ আন্তর্জজাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে ৯ ডিসেম্বর “রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে একাদশতম আন্তর্জজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করে দাউদকান্দি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এই কমিটি ২ দিনব্যাপি র্যালি. মানববন্ধন ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনটিকে যথাযথভাবে উপস্থাপন করে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে।
দাউদকান্দি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো: নূরুল গনির নেতৃত্বে ৯ ডিসেম্বর মঙ্গলবার এবং ১০ ডিসেম্বর বুধবার উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে র্যালি, মানবন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই দিবসটি পালন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এর মধ্যে উপজেলার গৌরীপুরে ভয়েজার ইংলিশ মিডিয়াম স্কুলে মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া মিডিয়াম স্কুলে দুর্নীতিবিরোধী আলোচনা, নৃত্য, সঙ্গীত ও নাটিকা প্রদর্শিত হয়।
এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো: নূরুল গনি, সহ-সভাপতি মো: হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক কবি- কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খান, সমাজসেবী আল্লামা শাইফুল ইসলাম জেহাদী, বিশিষ্ট ব্যবসায়ী জওহর লাল বণিক, ভয়েজার ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ সুমন সরকার, আনন্দ মাল্টিমিডিয়া মিডিয়াম স্কুলের সিনিয়র শিক্ষক মো: সেলিম সরকার, সমাজসেবী মো: ওয়াদুদ সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও ইংলিশ ট্টেইনার মো: জিয়াউর রহমান, ট্রমা লিংক-এর এরিয়া ম্যানেজার মাহবুবুর রহমান, ভয়েজারের শিক্ষক নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, ট্রমা লিংক-এর ফিল্ড অফিসার এসএম সারোয়ার, মো: সোহেল রানা প্রমুখসহ ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন, ইঞ্জিনিয়ার মো: সুমন ও আনন্দ মাল্টিমিডিয়া মিডিয়াম স্কুলের শিক্ষক মো: লোকমান হোসেন ।
মো. আলী আশরাফ খান
গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা।
তারিখ: ১০.১২.১৪