তিতাস নিউজ, ২১ অক্টোবর ২০১৫ঃ তিতাস উপজলায়া সরোজমিনে পূজা পরিদর্শনে দেখা যায় মানুষের মিলন মেলা। এই পূজা সনাতন ধর্মীদের হলেও উৎসবটি গ্রাম বাংলার সংস্কৃতির সাথে অংগা-অংগি ভাবে মিশে আছে। মানুষের মিলন মেলায় বুঝা যায় এই উৎসব সবার।

শ্রী শ্রী দূর্ঘাপূজার উদযাপন কমিটি ২০১৫ এর তিতাস উপজেলা শাখার সভাপতি শ্রী স্বপন কুমার সূত্রধর জানান, “এই বছর তিতাসে ১১টি পূজামন্ডপের শ্রী শ্রী দূর্ঘাপূজা হচ্ছে। এখানকার মূসলমানরা সোহার্দ্যপূণ্য এবং শান্তিপূর্ণ”।
তিতাস উপজেলার সার্বজনীন পূজামন্ডপের তালিকা নিম্নরুপঃ
০১। ধরণী বাবুর দূর্ঘা পূজামন্ডপ-জগৎপুর
০২। মজিদপুর দূর্ঘা পূজামন্ডপ-মজিদপুর
০৩। শাহাবৃদ্ধি কালী বাড়ী দূর্ঘা পূজামন্ডপ- শাহাবৃদ্ধি
০৪। বনমালী দাসের বাড়ি দূর্ঘা পূজামন্ডপ- পাঙ্গাসিয়া
০৫। নাগের চর দূর্ঘা পূজামন্ডপ- নাগের চর
০৬। তপন ঠাকুরের বাড়ি দূর্ঘা পূজামন্ডপ- খানে বাড়ি
০৭। শংকর দেবের বাড়ি দূর্ঘা পূজামন্ডপ- রঘুনাথপুর
০৮। বিষু কমল মজুমদারের বাড়ি দূর্ঘা পূজামন্ডপ-দাসকান্দি
০৯। হরিণপূর দূর্ঘা দূর্ঘা পূজামন্ডপ- হরিণপুর
১০। দূর্গাপুর/রামনন্দ দূর্ঘা পূজামন্ডপ-মাছিমপুর
১১। মাছিমপুর দক্ষিণ ও পশ্চিম পাড়া দূর্ঘা পূজামন্ডপ-মাছিমপুর