Home / তিতাসের খবর / তিতাস উপজেলার জেএসসি ও পিএসসি ফলাফল

তিতাস উপজেলার জেএসসি ও পিএসসি ফলাফল

নিজস্ব প্রতিনিধি: জেএসসি ও পিএসসি ফলাফলে জিয়ারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় শীর্ষে। তিতাস উপজেলায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠান হতে জেএসসি অংশগ্রহনকারীদের মধ্যে জিয়ার কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় শীর্ষে রয়েছে। ১৫জন জিপিএ-৫, সহ পাসের হার ৮৪ দশমিক ৩৫, পিএসসি’তে ও শতভাগ পাস সহ ২৫ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া উপজেলার কেশবপুর বালিকা হতে ৭০% জন পাস করেছে, উপজেলার একমাত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, সাতানি ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৪%। অন্যান্য মাধ্যমিক বিদ্যালয়েরর মধ্যে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোঃ উচ্চ বিদ্যালয় হতে ৬৭.৫০% পাস করে প্রথম, মাছিমপুর আর আর ইনষ্টিউট থেকে ৫৫.৮৫% পাস করে দ্বিতীয়, এবং ৫৩.১৩% পাস করে তৃতীয় স্থানে রয়েছে জুনাব আলী উচ্চ বিদ্যালয়। ৪র্থ স্থানে রয়েছে জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়, পাশের হার ৪৪.৬৮%। এ ছাড়া মজিতপুর উচ্চ বিদ্যালয়, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়, নারান্দিয়া কলি মিয়া উচ্চ বিদ্যালয়, গোপালপুর ড.খন্দকার মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয় ২০১৬ ইং এর জেএসসি হতে ২০১৭ ইং এর ফলাফল তুলনামুলকভাবে ভাল হয়েছে।

Check Also

আজ তিতাস উপজেলায় ৪৮ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন খেলাধূলার ফাইনাল প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – হোমনা-তিতাসের গণ মানুষের নেতা ও মাননীয় জাতীয় সংসদ ...