তিতাস নিউজ, মোহাম্মদ শাহজামান শুভ, ৬ সেপ্টেম্বরঃ গতকাল তিতাস উপজলায় উৎযাপিত হল শুভ জন্মষ্টমি। তিতাস-হোমনার মাননীয় সাংসদ জনাব আমির হোসেন ভূইয়া, শুভ জন্মষ্টমিতে এলাকার হিন্দু ধর্মের লোকজনের সাথে কুশল বিনিময় করেন। এই সময় এম.পি. সাহেবের সফরসংগী ছিলেন জাতীয় পার্টির অন্যান্য নেত্রীবৃন্দ।
হিন্দু ধর্মীয় নেতা বাবু স্বপন কুমার সূত্রধর তিতাস উপজলায় উৎযাপিত হল শুভ জন্মষ্টমি পালন করায় সবার কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন। বাবু স্বপন কুমার সূত্রধর বলেন, এই অনুষ্ঠান আমাদের তিতাস উপজেলার হিন্দুদের মিলন মেলা। আজ তিতাস সব হিন্দু এই মিলন মেলায় এসেছি এবং কুশল বিনিময় করছি।