Home / তিতাসের খবর / তিতাসে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন হুমায়ুন ও হাজেরা

তিতাসে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন হুমায়ুন ও হাজেরা

নাজমুল করিম ফারুক,তিতাস প্রতিনিধি :
কুমিল্লার তিতাসে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে মোঃ হুমায়ুন কবীর ও হাজেরা ফিরদাউস। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন ও প্রাথমিক শিক্ষা পদক প্রদানের জন্য উপজেলা শিক্ষা অফিস বৃহস্পতিবার ৯টি ক্যাটাগরিতে ৯ জনকে শ্রেষ্ঠ নির্বাচিত ঘোষণা করেন।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামাল হোসেন জানান, এবার বিভিন্ন ক্যাটাগরির মধ্যে বন্দরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবীর ও দড়িকান্দি উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা ফিরদাউস শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়। অন্যান্য ক্যাটাগরিতে যারা নির্বাচিত হয়েছে তারা হলো- শ্রেষ্ঠ কাব শিশু খালিদ বিন হাসান ভূঁইয়া, শ্রেষ্ঠ বিদ্যালয় কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি আহছান উল্লাহ খান, শ্রেষ্ঠ কাব শিক্ষক হযরত আলী, শ্রেষ্ঠ কর্মচারী ময়নাল হোসেন ও শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান।

Check Also

আজ তিতাস উপজেলায় ৪৮ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন খেলাধূলার ফাইনাল প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – হোমনা-তিতাসের গণ মানুষের নেতা ও মাননীয় জাতীয় সংসদ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *