Home / জাতীয় / ধর্মের নামে এক শ্রেণীর মানুষ দেশে সহিংসতা ছড়াচ্ছে-তিতাসে ওয়াজ মাহফিলে জাতীয় পার্টির এমপি-

ধর্মের নামে এক শ্রেণীর মানুষ দেশে সহিংসতা ছড়াচ্ছে-তিতাসে ওয়াজ মাহফিলে জাতীয় পার্টির এমপি-

তিতাস নিউজ, ২৩ নভেম্বর-২০১৫ঃ ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত এই সোনার বাংলাকে আবারো সংঘাতের দিকে ঠেলে দিতে ধর্মকে ব্যবহার করে সহিংতা ছড়াচ্ছে এক শ্রেণীর ধর্মান্ধ ব্যাক্তিরা। বর্তমান সরকারের হাতে দেশ যখন উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে তখন ওই শ্রেণীর ব্যক্তিরা অপচেষ্ঠায় লিপ্ত হচ্ছে উন্নয়ন বাধাগ্রস্থ করতে। গত শনিবার দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার কালাইগোবিন্দপুর মহিলা মাদ্রসায় আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও ধর্মমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আলহাজ¦ মো. আমির হোসেন ভূইয়া এ কথা বলেন। বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম মাহবুবুল হক দোলন স্মরলে উক্ত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রসা প্রধান আলহাজ¦ মুঃ ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আলহাজ¦ মো. মোশারফ হোসেন, হোমনা উপজেলা জাপা সাধারন সম্পাদক মো. মনির হোসেন, উপজেলা আ’লীগ একাংশের সাংগঠনিক সম্পাদক মো. নুরনবী, সাবেক জাপা সভাপতি সামসুল হক মোল্লা, মো. কামাল হোসেন মাষ্টার, তিতাস জাপা যুগ্ম সম্পাদক মো. কবির হোসেন সওদাগর, জাতীয় যুবসংহতি সভাপতি মো. শেখ ফরিদ মুন্সি, কুমিল্লা উত্তর জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব মো. রবিউল আউয়াল রবি, উপজেলা ছাত্র সমাজ নেতা শরিফুল ইসলাম সিকদার প্রমুখ।

-এমএ কাশেম ভূঁইয়া

Check Also

কুমিল্লায় বিনামূল্যে চিকিৎসাসেবা চালু করেছে সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট ● কুমিল্লায় বিভিন্ন স্থানে বিনামূল্যে ভ্রাম্যমান চিকিৎসাসেবা চালু করেছে বাংলাদেশ সেনাবা’হিনী, কুমিল্লা এরিয়া। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *