কুমিল্লার তিতাসে অজ্ঞাত এক যুবকের (২৭) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জগতপুর ইউনিয়নের ভাটিপাড়া-কৈয়ারপাড় সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা থানায় খবর দিলে তিতাস থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের কোন এক সময় হত্যা করে দুর্বৃত্তরা লাশটি এখানে ফেলে গিয়ে থাকতে পারে। নিহতের মাথার বাম পাশে একাধিক কোপের চিহ্ন রয়েছে ও শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরনে একটি থ্রি -কোয়ার্টার নীল জিন্স প্যান্ট, একটি সাদা হাফ-হাতা গেঞ্জি, হাতে একটি রাবার ব্যান্ড ছিল।
তিতাস থানার ওসি (তদন্ত) আবদুন নূর জানান আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। শনাক্ত করনের চেষ্ট অব্যাহত আছে এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।
সুত্র: এবিএন নিউজ