(এমএ কাশেম ভূইয়া,হোমনা):
কমিউনিটি পুলিশিং এর মূল সুর, কর অপরাধের কারণ দূর” এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার তিতাসে কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিতাস থানার ওসি মোঃ মনিরুল ইসলাম পিপিএম বলেন, তিতাস উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক বিরোধী তৎপরতা, উপজেলার বিভিন্ন সড়কে টহল জোরদার করা এবং বাল্য বিয়ে প্রতিরোধে জনসচেনতাসহ তিতাস বাসীর সেবা প্রদানে পুলিশ সর্বদা সচেষ্ট আছে। অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি হাজ্বী মুন্সি জসিমউদ্দিন আহমেদ মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুন নুর, তিতাস আ’লীগের সাধারন সম্পাদক মোঃ মহসিন ভূইয়া, সাবেক সফল ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক মুন্সি মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মোল্লা, স্থানীয় সমাজ সেবক মোঃ এখলাস. মোঃ মজিবুর রহমান, উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ শেখফরিদ মুন্সি, কুমিল্লা উত্তর জেলা ছাত্র সমাজের সাধারন সম্পাদক মোঃ রবিউল আউয়াল রবি ও মোঃ রেনু স্বর্ণকারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।