জিয়ারকান্দি ইউপি’তে নৌকা বিজয়ী, প্রতিদ্বন্দি প্রার্থীর বর্জন
Din Islam
April 16, 2017
জিয়ারকান্দি ইউনিয়ন, তিতাসের খবর
1,831 Views
- নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার আলোচিত জিয়ারকান্দি উপ-ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আলী আশরাফ (নৌকা) ৭৯১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী গোলাম সরওয়ার (আনারস) পেয়েছেন ২৬৬৯ ভোট।যদিও দুপুরে নানা অনিয়মের অভিযোগ এনে লিখিত বক্তিব্যে তিনি নির্বচন বর্জন করেন।ভোটার উপস্থিতি কম থাকলেও বড় ধরনের কোন হামলার ঘটনা ঘটেনি।শান্তিপুর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
2017-04-16