নিজস্ব প্রতিনিধিঃ আজ কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ে সফল ভাবে সম্পন্ন হলো অভিভাবক সমাবেশ-২০১৮, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আবদুর রহমান, সাবেক চেয়ারম্যান, ২ নং জগতপুর ইউনিয়ন পরিষদ, ইঞ্জিনিয়ার শাহ আলম আজাদ, সভাপতি- জাতীয় পার্টি, ২নং জগতপুর ইউনিয়ন শাখা, মীর শওকত লিটন, দপ্তর সম্পাদক, তিতাস উপজেলা আওয়ামী লীগ, এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ গন উপস্থিত ছিলেন এবং শতভাগ অভিভাবকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- অত্র স্কুলের প্রধান শিক্ষক, মোঃ গিয়াস উদ্দিন। শিক্ষার মান উন্নয়ন নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মত বিনিময় হয়েছে। শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারের কুফল নিয়ে বিশদ আলোচনা হয়েছে। আসন্ন জেএসসি ও এসএসসি পরিক্ষায় পাশের হার বৃদ্ধি জন্য শিক্ষার্থীদের অধিক মনোযোগ দিয়ে পড়াশোনা বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষক ও অভিভাবকগন শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারি এবং পাঠদানে যত্নবান হওয়ার ব্যপারে আলোচনা হয়েছে। বক্তাদের বক্তব্যে বলেন এভাবে বছরে ২/১ বার অভিভাবক মিটিং করা হলে শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়ক হবে বলে মনে করেন।
