ছাত্রলীগকে অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে
-জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া
নিজস্ব প্রতিনিধি॥
৫ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ ছাত্রলীগের দাউদকান্দি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, ‘ছাত্রলীগের অতীত ঐতিহ্য গৌরবের ইতিহাস জেনে ছাত্রলীগকে হাল ধরতে হবে। ছাত্রলীগকে তাদের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। যারা টেন্ডারবাজি ও দখলবাজি করবে তাদের মত নেতা-কর্মীদের ছাত্রলীগ করার প্রয়োজন নেই। যারা বই-কলমের সাথে সম্পর্কে রেখে ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, সেই মেধাবী ছাত্ররাই ছাত্রলীগের হাল ধরতে পারবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে তাদের মত মেধাবী ছাত্রলীগের কর্মীরাই এগিয়ে আসবে এবং দেশের হাল ধরবে’।
অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হেলাল মাহমুদ; বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর আওয়ামীলীগ সভাপতি আবদুল আউয়াল সরকার, জেলার নেতা ও ডেপুটি এ্যটর্নি জেনারেল এডভোকেট শফিউল বশর ভান্ডারী, বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের কেন্দ্রীয় নেতা ড. কামাল উদ্দিন আহম্মেদ, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস ছালাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ অনিক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন ফকির।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জানে আলম রাসেল ও আমির হোসেন রাজন।