আজ ২৭ আগষ্ট ১৮ ইং সোমবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর “রংধনু হসপিটাল” এ সিজারিয়ান অপারেশনে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত ২৪ আগষ্ট শুক্রবার রংধনু হসপিটালে প্রসূতি নুরজাহান (২২) এর সিজারিয়ান অপারেশন করা হলে তার অবস্থার অবনতি ঘটে। সেখান থেকে তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন নুরজাহান মারা যায়। সোমবার ভোরে নুরজাহানের পরিবার সদস্যরা রংধনু হসপিটালে অবস্থান নিয়ে হইহুল্ল করে। সংবাদ পেয়ে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ নিয়ে যায়। এসময় জিজ্ঞাসাবাদের জন্য হসপিটাল মালিক মুকবুল হোসেনকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। সিজারীয়ান অপারেশন করেন ডাঃ শাহনাজ পারভীন ও এনেসথেসিয়া প্রয়োগ করেন ডাঃ সিরাজুল ইসলাম।
আলমগীর হোসেন
গৌরীপুর, কুমিল্লা।