Home / রাজনীতি / খালেদা জিয়া সহিংস রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেন নি: সুরঞ্জিত

খালেদা জিয়া সহিংস রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেন নি: সুরঞ্জিত

১৫ ডিসেম্বর (তিতাস নিউজ): আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সহিংস রাজনীতি ত্যাগ করে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার জন্য বেগম জিয়ার প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন,বেগম জিয়ার নারায়ণগঞ্জের কাঁচপুরের জনসভায় দেয়া বক্তব্যে প্রমাণিত হয়েছে তিনি সহিংস রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেন নি।

আজ (সোমবার) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের উদ্যোগে মহান বিজয় দিবস ’১৪ ও চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে নিয়ে বেগম জিয়ার বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত । তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয় আগামী প্রজন্মের এবং আওয়ামী লীগের আগামী দিনের নেতা। তার মতো শিক্ষিত, ভদ্র ও বিনয়ীরাই আগামী প্রজম্মের নেতৃত্ব দেবে সেটাই জাতির প্রত্যাশা।’

তিনি বলেন,‘ আধুনিক উন্নত ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদান পুরো জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং আমরাও তার অবদানকে শ্রদ্ধার সাথে দেখি।’

সুরঞ্জিত বেগম জিয়াকে  উদ্দেশ্য করে বলেন, “আপনাকে (খালেদা) গণমাধ্যমের মাধ্যমে সজীব ওয়াজেদ জয়ের বেতন সম্পর্কে করা মন্তব্য হয় প্রমাণ করতে হবে- না হলে মিথ্যা বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে।’

তিনি বলেন, নতুন রাজনীতিবিদ সম্পর্কে বেগম জিয়ার এ ধরনের ভিত্তিহীন মন্তব্য দেশে সহিংস রাজনীতিকে উৎসাহিত করবে।

Check Also

সংঘর্ষে যারা জড়িত ওরা আমাদের কেউ না

সংবাদ বিজ্ঞপ্তি———————————————- মুরাদনগর ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ——————————————————————————————————————– ‘সংঘর্ষে যারা জড়িত ওরা আমাদের কেউ না’ ...