Home / দাউদকান্দির খবর / গৌরীপুর ইউনিয়ন / কুমিল্লার বুড়িচং উপজেলার আবিতপুরে উদ্বোধন হলো রোটারী ক্লাব অব গৌরীপুর এর প্রথম ‘লো কস্ট হাউজ’ প্রজেক্ট

কুমিল্লার বুড়িচং উপজেলার আবিতপুরে উদ্বোধন হলো রোটারী ক্লাব অব গৌরীপুর এর প্রথম ‘লো কস্ট হাউজ’ প্রজেক্ট

নিজস্ব প্রতিনিধি: আজ ২৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখ বিকাল- ৪ ঘটিকার সময়, কুমিল্লা জেলাধীন বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিতপুর গ্রামে উদ্বোধন হলো রোটারি ক্লাব অব গৌরীপুর এর প্রথম ‘লো কস্ট হাউজ’ প্রজেক্ট। গত আগষ্ট মাসের প্রথম সপ্তাহে আবিদপুর গ্রামে বিয়ের দাওয়াত খেতে আসেন রোটারী ক্লাব গৌরীপুরের ৬ জন রোটারয়ান। বিয়ে বাড়িতে দরিদ্র নুরুল ইসলাম (১২) হাত পেতে সাহায্যে চান গৌরীপুরের রোটারিয়ানদের নিকট। উপস্থিত রোটারিয়ানগন তার পরিবারের অভাব অনটনের কথা শুনে সরেজমিনে দেখার জন্য নুরুল ইসলাম বাড়িতে যায় এবং দেখে জড়াযিন্য একটি পুরাতন ভাঙ্গা টিনের ঘর। তার বাবা ২য় বিয়ে করে নতুন বউ নিয়ে আলাদা ঘরে থাকেন। ১ম স্ত্রীর ঘরের ৩ জন সন্তান এর মধ্যে নুরুল ইসলাম সবার বড়, তার পিতা ২য় বিবাহের পর থেকে তাদের ঠিকমতো ভরন-পোষন করে না। তার মা মানুষের বাড়িতে কাজ করে ও নুরু রাস্তায় রাস্তায় ভিক্ষা করে কোন রকম ভাবে সংসার চালায়। নুরু স্বাস্থ্য প্রতিবন্ধি। নুরুর পরিবারের এ অবস্থা দেখে উপস্থিত রোটারিয়ানগন নুরুর হাতে নগদ ৭২০০ টাকা তুলে দেন এবং ২/৩ মাসের মধ্যে ১টি নতুন ঘর তৈরী করে দেওয়ার আশ্বাস দেন। যার ফলশ্রুতিতে আজ অসহায় দরিদ্র পরিবারকে ১টি নতুন টিনেরঘর নির্মান করে দিলেন রোটারী ক্লাব অব গৌরীপুর। আজ আবিদপুর গ্রামের তাজুল ইসলাম বড় ছেলে নুরুল ইসলাম (নুরু) হাতে তুলে দেওয়া হয় উক্ত ঘরের চাবি। লো কস্ট হাউজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রোটারিয়ান পিপি দিলনাসিন মহসেন, ডিস্ট্রিক গভর্নর (২০১৮-১৯), উপস্থিত ছিলেন অত্র ক্লাবের জিএসআর ও এ্যাসিসটেন্ট গভর্নর রোটারিয়ান সিপি. হাসানুজ্জামান হাসনাত। রোটারি ডিস্ট্রিক ৩২৮২, বাংলাদেশ। প্রোগরাম চেয়ার হিসাবে উপস্থিত ছিলেন- রোটারিয়ান আবু বকর, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- অত্র ক্লাবের নিবেদিত প্রান ও তারুন্যের অহংকার রোটারিয়ান সিপি. সাইফুল ইসলাম লেনিন। এবং উপস্থিত ছিলেন উক্ত এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। অত্র ক্লাবের মেম্বার মধ্যে থেকে উপস্থিত ছিলেন- রোটারিয়ান মোহাম্মদ মহসিন মিয়া- সেক্রেটারী, রোটারিয়ান মোঃ আলমগীর হোসেন সুমন- ভাইস প্রেসিডেন্ট, রোটারিয়ান মোঃ শাহজাহান-ভাইস প্রেসিডেন্ট, রোটারিয়ান মোঃ মনিরুল ইসলাম- ট্রেজেরার, রোটারিয়ান মাহবুব হাসান সাগর- জয়েন্ট সেক্রেটারী, রোটারিয়ান মোঃ কামরুল হাসান শাকিল- ডিরেক্টর ক্লাব সার্ভিস, রোটারিয়ান সেলিম সরকার-ডিরেক্টর কমিউনিটি সার্ভিস, রোটারিয়ান মোঃ দিদারুল ইসলাম- ডিরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস, রোটারিয়ান মোঃ ইসমাইল হোসেন তালুকদার- ডিরেক্টর ভোকেশনাল সার্ভিস, রোটারিয়ান নাজমুল হাসান, রোটারিয়ান মোহাম্মদ উল্লাহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানের হোষ্ট ছিলেন: রোটারিয়ান নাজমুল হাসান সোহেল, প্রোপ্রাইটর- যমুনা ট্রেডার্স, গৌরীপুর বাজার, কুমিল্লা।

Check Also

কুমিল্লায় বিনামূল্যে চিকিৎসাসেবা চালু করেছে সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট ● কুমিল্লায় বিভিন্ন স্থানে বিনামূল্যে ভ্রাম্যমান চিকিৎসাসেবা চালু করেছে বাংলাদেশ সেনাবা’হিনী, কুমিল্লা এরিয়া। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *