তিতাস নিউজ ১১ ডিসেম্বর-২০১৫ঃ ডিসেম্বর মাস ১৯৭১ সাল। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় একটি মাস। বিশ্বের বুকে স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর এই মাস ডিসেম্বর। ১৯৭১সালে পরাধীন বাংলাদেশ কে স্বাধীন ও শত্রু মুক্ত করার জন্য জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মজিবুর এর ডাকে সারা দিয়ে বীরবাঙালী অস্র হাতে নিয়ে বাংলাদেশ স্বাধীন করেন। দীর্ঘ ৯মাস এর অক্লান্ত কঠোর পরিশ্রান্ত মুক্তিযুদ্ধের মাধ্যেমে পাক হানাদার ও এদেশিয় দোসর রাজাকার,আল-বদর বাহিনীর শক্তিশালী দূর্গে গেরিলা হামলার মাধ্যেমে ডিসেম্বর মাস এর প্রথম থেকেই বাঙালী জাতির স্বাধীনতা লাভ এর লক্ষে বাঙালী জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান বীর মুক্তিযুদ্ধারা জীবন মায়া ত্যাগ করে বাংলাদেশের অঞ্চল বেদে মুক্তির বারতা এনে স্বাধীন ও শত্রুমুক্ত করে।
১৯৭১ সালের ৯ ডিসেম্বর ততকালিন বৃহওর গ্রেটার দাউদকান্দি আজকের দাউদকান্দি, তিতাস,মেঘনা,উপজেলা শত্রু মুক্ত করার লক্ষে আজকের বর্তমান তিতাস উপজেলা আওয়ামীলীগ প্রতিষ্ঠা সংগ্রামী
সভাপতি বীর মুক্তিযোদ্ধা (যোদ্ধা কালিন প্লাটুন কমান্ডার) কমান্ডার মোঃ শওকত আলী এর নেতৃত্বে যোদ্ধকালিন অগ্রভাগে মরহুম বীর মুক্তিযুদ্ধা সোলায়মান সহ প্লাটুন এর অন্যান্য সহ যুদ্ধাদের নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বাহিনী কে পিছুহটাবার জন্য দাউদকান্দির পূর্ব দিক গৌরীপুর বাজার থেকে শুরু করে শহীদ নগর হয়ে
পরবর্তীতে দাউদকান্দি বাজার দিকে দৌড়ে পিছুহটাতে বাধ্য করেন অন্য দিকে দাউদকান্দি দক্ষিণ দিকে আরেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম সরকার সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা অগ্রসর হতে থাকে। পাকিস্তানি হানাদার বাহিনী দুই দিকের বীর মুক্তি যোদ্ধাদের শক্ত অবস্থান কারনে দাউদকান্দি লঞ্চঘাট থেকে লঞ্চ যোগে পালাতে বাধ্য হয়। বীর মুক্তি যোদ্ধারা দাউদকান্দি বাজারে অবস্থান করে তখন বৃহত্তর দাউদকান্দি শত্রুমুক্ত ও দখলদার রাজাকার হানাদার মুক্ত হয়।