
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের ৭৫ বছরের পুরাতন বাৎসরিক কালি পূজা ও মন্দির উন্নয়নের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় আলমনগর কালীবাড়ি প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
গ্রামটির ঐতিহ্যবাহী ৭৫ বছরের পুরাতন বাৎসরিক কালি পূজা ও মন্দির উন্নয়নের পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস।
আলমনগর কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি মনোরঞ্জন সূত্রধরের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.শফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি গৌরঙ্গ দেবনাথ অপু, সাংগঠনিক সম্পাদক মানিক বিশ্বাস, সাংবাদিক সঞ্জয় সাহা, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, সৎ সংগের সাবেক সভাপতি নেপাল চন্দ্র দাস, কালীবাড়ি উৎসব ও পূজা কমিটির সাধারণ সম্পাদক রতন চন্দ্র,আলমনগর শ্মশান কমিটির সাধারণ সম্পাদক শচিন্দ্র সূত্রধর, কালীবাড়ি কমিটির সাধারণ সম্পাদক নারায়ন সূত্রধর, বিশিষ্ট ব্যবসায়ী কালিপদ সূত্রধর, শিক্ষক সঞ্জয় সরকার প্রমুখ।
এসময় মন্দির উন্নয়নের পরামর্শ সভায় আমন্ত্রিত অতিথি বৃন্দরা মন্দিরটি সংস্কার সহ অবকাঠামোগত উন্নয়নের বক্তব্য প্রদান করেন।