সৌভাগ্যের এক অনন্য মাস তুমি-রমজান
তুমি রহমত মাগফিরাত নাজাত নব ভূবন।
তুমি সিয়াম সাধনা স্রষ্টার অপরূপ নিদর্শন
তুমি মহান সৃষ্টি মানবজাতির আল-কুরআন।
ত্যাগের মহিমায় চির উজ্জল তুমি রমজান
তুমি একমাত্র স্রষ্টার জন্য-কুরআন ফরমান।
তুমি একটি নফল ইবাদত ফরজের সমান
তুমি একটি ফরজ ইবাদত সত্তরটির সমমান।
আলোর মিছিল তুমি এক সাম্যের সেতুবন্ধন
তুমি শেখালে আমাদের-আমরা সবাই সমান।
মানুষে মানুষে নেই কোন ভেদাভেদ-মুসলমান
তুমি সত্য-মহান এক চির কল্যাণের আহ্বান।
মো. আলী আশরাফ খান
গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা।
তারিখ: ২৬.০৬.১৫